লিথিয়াম সালফার ব্যাটারিকে আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি করে তুলতে পারে ভুট্টা– নতুন এক গবেষণায় এমনই দাবি করেছেন গবেষকরা।
কর্ন বা ভূট্টার প্রোটিন ব্যবহার করে ব্যাটারিকে আরও কার্যকর করার নতুন এক উপায় উদ্ভাবন করেছেন ‘ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি’ বা ডব্লিউএসইউ-এর একদল গবেষক।
এ অগ্রগতি বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি, নবায়নযোগ্য বা পরিবেশবান্ধব শক্তি ব্যবস্থা ও অন্যান্য ডিভাইসের জন্য আরও ভাল ব্যাটারি তৈরিতে সহায়তা করতে পারে। পাশাপাশি সেগুলোকে আরও পরিবেশবান্ধব করে তুলবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ।