You have reached your daily news limit

Please log in to continue


অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী কারা

টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন 'অভিনয় শিল্পী সংঘের' নির্বাচন হবে শনিবার, যেখানে ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ৪০ জন প্রার্থী।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেতা খায়রুল আলম সবুজ। নির্বাচন কমিশনার হিসেবে সঙ্গে থাকছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এছাড়া আপিল বোর্ডে থাকবেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া গ্লিটজকে বলেন, এবারের নির্বাচনে পদসংখ্যা ২১টি, দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ভোটার সংখ্যা ৬৯৯ জন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টা থেকে, শেষ হবে বিকাল ৫টায়।

‘সুষ্ঠ ও সুন্দর’ নির্বাচনের আশা প্রকাশ করে এই কমিশনার বলেন, "নির্বাচন পরিবেশ বেশ ভালো, প্রার্থীরা সবাই বলছেন নির্বাচন একটি প্রক্রিয়া এটা প্রতিদ্বন্দ্বিতা নয়। আশা করছি সুষ্ঠ সুন্দর পরিবেশে আনন্দ নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন