বিরাজনীতিকরণের ঝুঁকিতে বাংলাদেশ?

যুগান্তর আবু সাঈদ খান প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৮

দেশকে বিরাজনীতিকরণের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী, গণতন্ত্রবিরোধী ও জনস্বার্থবিরোধী। রাজনীতি ছাড়া গণতন্ত্র হয় না, গণতন্ত্র ছাড়া জনগণের মুক্তি অসম্ভব। তাই রাজনীতিকে ফিরিয়ে আনুন-জনতার পক্ষে, মুক্তির লক্ষ্যে। রাজনীতি হোক জনগণের, দেশের ও ভবিষ্যতের। গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন, যা জনগণের ভোটাধিকার নিশ্চিত করে। নির্বাচন ব্যতীত কোনো সরকার জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারে না। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন না হলে তা অবৈধ শাসনব্যবস্থা সৃষ্টি করতে পারে-যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার ক্ষুণ্ন করবে।


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন একটি অপাঙ্ক্তেয় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে, যার প্রতি জনগণের আস্থা ভেঙে পড়েছে। অপরদিকে, বিএনপিকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এ দুই দলের বাইরে যেসব রাজনৈতিক দল রয়েছে, তারা অনেকেই সাহসী কণ্ঠস্বর হলেও তাদের সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততা দুর্বল। তারা এখনো দেশের নেতৃত্ব গ্রহণের মতো সক্ষমতা তৈরি করতে পারেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও