
পীতজ্বরের প্রাদুর্ভাব, মৃত্যু: কলম্বিয়ায় জরুরি অবস্থা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:১৬
ইয়োলো ফিভার বা পীতজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার পর বুধবার কলম্বিয়ার সরকার দেশজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে।
গত বছর থেকে এ পর্যন্ত দেশটিতে ৭৪ জনের শরীরে এ রোগ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩৪ জনের, পীতজ্বরের প্রাদুর্ভাবের কথা উল্লেখ করে দক্ষিণ আমেরিকার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গুইলেরমো আলফোনসো জারামিলো এমনটাই বলেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইয়োলো ফিভার বা পীতজ্বর হলো ভাইরাসজনিত রোগ, যা এইডিস ও হেমাগোগাস মশার কামড়ে ছড়ায়।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পীতজ্বর