মধ্য আমেরিকার দেশ বেলিজে এক মার্কিন নাগরিক একটি ছোট বিমান ছিনতাইয়ের চেষ্টা করে তিনজনকে আহত করার পর অপর এক যাত্রীর গুলিতে নিহত হয়েছেন।
উড়োজাহাজটি মাঝ আকাশে থাকা অবস্থায় ছুরি দেখিয়ে ওই ছিনতাইকারী তাকে বেলিজের বাইরে রেখে আসতে বলেছিলেন, পুলিশ কমিশনার চেস্টার উইলিয়ামস সাংবাদিকদের এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিমান ছিনতাইয়ের চেষ্টা করা মার্কিন নাগরিকের নাম আকিনইয়েলে সাওয়া টেইলর, তিনি একসময় সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে, জানিয়েছেন উইলিয়ামস।