রাশিয়াকে অস্ত্র দিচ্ছে চীন, অভিযোগ জেলেনস্কির

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৫, ২২:০১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথাও জানান।


স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমাদের বিশ্বাস, চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভেতরে কিছু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত।’ তবে তিনি স্পষ্ট করেননি, এতে আর্টিলারি সিস্টেম নাকি গোলাবারুদ বোঝানো হয়েছে।


যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, জেলেনস্কির অভিযোগের ফলে কিয়েভ ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি রাশিয়ার হয়ে যুদ্ধরত কিছু চীনা নাগরিককে আটক করেছে ইউক্রেন। যদিও চীন প্রকাশ্যে এই যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান দেখানোর চেষ্টা করে যাচ্ছে।


জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ অংশগ্রহণের প্রমাণ রয়েছে আমাদের কাছে।’ তিনি হতাশা প্রকাশ করে জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেইজিং মস্কোকে অস্ত্র দেবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও