
অনেকে জানেই না আমি বরিশালের মেয়ে...
প্রথম আলো
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:০৯
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনীত ‘হৃদয়ের এককোণে’, ‘তোমাদের গল্প’, ‘মন দিওয়ানা’ ঈদ নাটকগুলো এখনো ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। ফেসবুকে ঘুরেফিরে আসছে তাঁর অভিনীত নাটকের ছোট ছোট ভিডিও। সব মিলে এবারের ঈদটাই তাঁর কাছে বিশেষ। নাটকের পাশাপাশি সিনেমায় অভিনয়সহ নানা প্রসঙ্গে ‘বিনোদন’–এর মুখোমুখি তটিনী
প্রথম আলো: শুনলাম অনেক দিন পর বরিশালে ঈদ কাটালেন। কেমন কাটল?
তানজিম সাইয়ারা তটিনী : এখন পর্যন্ত ভালো গেছে। বরিশালে ছয় বছর পরে ঈদ করলাম। অনেক দিন পরে অনেকের সঙ্গে দেখা হলো। কিছু নাটক দেখার সুযোগ হলো। সব মিলিয়ে ভালো সময় গেছে।
প্রথম আলো :
ইউটিউব ট্রেন্ডিংয়ে তো প্রায় সবই আপনার নাটক?
তানজিম সাইয়ারা তটিনী : হা হা। আমিও তো তাই দেখছি। আলহামদুলিল্লাহ। দর্শক আমার কাজ পছন্দ করেছেন, কথা বলছেন। কাজের দিক থেকে ঈদটা আরও ভালো গেছে। দোয়া করবেন, এটা যেন ধরে রাখতে পারি।