ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। মুক্তির পর থেকে সিনেমাটি দর্শক হৃদয় বেশ ভালোভাবেই স্পর্শ করে। বেড়ে যায় এর দর্শক চাহিদা। হল মালিকরাও বাধ্য হয়ে হলসংখ্যা বাড়াচ্ছেন। মুক্তির তৃতীয় সপ্তাহে
এসে আরও বাড়ল শোয়ের সংখ্যা।
আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে সিনেমাটির ২১টি শো চলবে প্রতিদিন। এ ছাড়া যমুনা ব্লকবাস্টারে চার ও লায়ন সিনেমাসে তিনটি করে শো চলবে জংলি সিনেমার। দুটি সিনেপ্লেক্স কর্তৃপক্ষই এই তথ্য নিশ্চিত করেছে।