
বাজারে আসছে আইপি ৬৯-রেটেড স্মার্টফোন রিয়েলমি সি ৭৫ এক্স
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ২২:১১
রিয়েলমি আবারও নতুন চমক নিয়ে আসছে। রিয়েলমি ‘সি ৭৫’ লাইনআপের আরও আধুনিক একটি ডিভাইস রিয়েলমি ‘সি ৭৫ এক্স’ দেশের বাজারে আসছে শিগগির।
১৭ এপ্রিল নতুন এই স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। রিয়েলমির ‘সি ৭৫’-এর মতো, ‘সি ৭৫ এক্সে’ও থাকবে ‘আইপি ৬৯-রেটেড’ শক রেজিস্ট্যান্স প্রযুক্তি। এটিতে ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি থাকায় এটি দিয়ে পানির নিচেও দৃশ্য ধারণ করা যাবে।
তুলনামূলক সাশ্রয়ী মূল্যে ব্যবহারকারী পাবেন ধুলো, পানি ও দুর্ঘটনাজনিত পড়ে যাওয়ার মতো পরিস্থিতি থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের সুরক্ষা।
বাজারে আসার অপেক্ষায় থাকা নতুন এই স্মার্টফোনে থাকবে শক্তিশালী ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিতে খুব দ্রুত; মাত্র ৩০ মিনিটে ডিভাইসটি সম্পূর্ণ রিচার্জ করা যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন স্মার্টফোন
- চমক
- রিয়েলমি