ভারতে হাসপাতালের আইসিইউতে যৌন হয়রানির শিকার বিমানবালা

ঢাকা পোষ্ট নয়া দিল্লি প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫১

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকাকালীন যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক বিমানবালা। গত ৬ এপ্রিল ভারতের রাজধানী নয়াদিল্লির গুরুগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে এই ঘটনা ঘটেছে। বুধবার দিল্লি পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, হাসপাতালের আইসিইউতে বিমানবালার যৌন হয়রানির ঘটনাটি সামনে এসেছে গত ১৩ এপ্রিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সেখানে যৌন হয়রানির শিকার হওয়ার তথ্য স্বামীকে জানান তিনি। পরে এই বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ করেন ওই বিমানবালা।


৪৬ বছর বয়সী ওই নারীর অভিযোগের ভিত্তিতে গুরুগাঁওয়ের সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও