
বিষয়টি শুধু সামষ্টিক অর্থনীতির নয়
বাংলাদেশ প্রেক্ষিতে বর্তমানে অর্থনীতি বিষয়টি আলোচনা ও ঘটনাপ্রবাহের বিরাট অংশজুড়ে আছে। সে আলোচনা ও ঘটনাপ্রবাহ তুঙ্গে উঠেছে বিশ্বের ১৮৯টি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল পাল্টা শুল্ক আরোপের কারণে। শুল্ক ব্যাপারটি মানুষের মুখে মুখে ফিরছে এবং এর ফলে বাংলাদেশের রফতানি, বিশেষত পোশাক শিল্পের ওপর কতটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে তা নিয়ে ব্যাপক শঙ্কা আছে। সরকারি মহলেও জোর আলোচনা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে।
সেই সঙ্গে সংবাদমাধ্যমে প্রচুর প্রতিবেদন বেরোচ্ছে মধ্যপ্র্যচ্য থেকে অর্থপ্রবাহ বিষয়ে, বাণিজ্য ভারসাম্য নিয়ে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ঋণের কিস্তির ওপরে। আলোচনায় আছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ, দেশের আগামী বাজেটের পরিমাণ ও প্রকৃতি, পাচারকৃত অর্থ ফেরত আনার মতো বিষয়ে তারা তাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন। আমাদের উন্নয়ন সহযোগীরাও পিছিয়ে নেই। আগামী বছর আমাদের সম্ভাব্য প্রবৃদ্ধি বিষয়েও তাদের প্রাক্কলন সম্পর্কে তারা আমাদের অবহিত করছেন।