You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু আদানির

বাংলাদেশে পুরো বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের ব্যবসায়ী গৌতম আদানির কম্পানি আদানি পাওয়ার লিমিটেড। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা পাওয়ার প্লান্টের দুই ইউনিট থেকেই বাংলাদেশে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। গত শুক্রবার রাতে আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর গত শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের সময় পুনরায় একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যার সময় দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি।

আদানি পাওয়ার থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৭টার দিকে আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ ছিল ১৩৭৪ মেগাওয়াট। এ সময় প্রথম ইউনিট থেকে ৭৩৮ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৩৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনে দায়িত্বে থাকা একমাত্র রাষ্ট্রীয় সংস্থা পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা এই বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন