
এলডিসি উত্তরণ তদারকিতে উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে: আনিসুজ্জামান
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ মসৃণ করতে সার্বিক বিষয়ে তদারকির জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করার কথা বলেছেন প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
তিনি বলেছেন, “আমাদের এমপ্লয়মেন্টের ওপর চাপ আসতে পারে, আমাদের বেসরকারি খাতের ওপর চাপ আসতে পারে। কোন-কোন জায়গায় আমাদের পূর্ব সতর্কতা নেওয়া দরকার, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে, আমরা সেগুলোর লিস্ট করেছি। একটা উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে। সে কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে তদারকি করবে।”
জাপানের জিইটিআর এবং যুক্তরাষ্ট্রের ইউএসটিআরের মত এই কমিটিও হবে একটি স্বতন্ত্র কাঠামো, যাদের কাজ হবে শুধুই এলডিসি গ্র্যাজুয়েশন সংশ্লিষ্ট বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলোর তদারক করা।
“কমিটির আর কোনো কাজ নেই। আমরা সদা প্রস্তুত থাকব। শুধু সরকারি লোক থাকবে না, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক্সপার্ট আছে, তাদের আনব সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে লোক নেব। প্রয়োজন হলে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাদের নিয়েও এই যাত্রা আমরা করব।”
মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এলডিসি থেকে উত্তরণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আনিসুজ্জামান চৌধুরী।
১৯৭৫ সাল থেকে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকায় থাকা বাংলাদেশ ২০১৮ সালে উন্নয়নশীল দেশে উত্তরণের প্রাথমিক যোগ্যতা অর্জন করে।