পাপড়ি না ঝরিয়ে চোখের মেইকআপ তোলার উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ২১:১০

চোখ মানুষের মুখের এমন একটি অংশ, যা একসাথে আবেগ, ভাষা এবং সৌন্দর্য প্রকাশ করে। আর চোখের সাজে একটি গুরত্বপূর্ণ অংশ কাজল, মাসকারা ও আইশ্যাডো ব্যবহার।


তবে মেইকআপ তোলার সময় ভুল পদ্ধতি অনুসরণ করলে হারিয়ে যেতে পারে চোখের সংবেদনশীলতা, ঝরতে পারে পাপড়ি। আবার চোখে চুলকানি কিংবা দীর্ঘমেয়াদী ক্ষতির সম্ভাবনাও রয়েছে।


অনেকেই চোখের মেইকআপ তুলতে গিয়ে ঘষামাজা করেন, পানি দিয়ে ধুয়ে ফেলেন অথবা মুখের ক্লিনজার ব্যবহার করেন চোখে।


এতে চোখ ক্ষতিগ্রস্ত হয়, পাপড়ি পড়ে যায় এবং চোখের নিচের ত্বক কালচে হতে শুরু করে।


অথচ খুব সহজ কিছু নিয়ম মেনে চললেই পাপড়ি সুরক্ষিত রাখা যায় এবং চোখ সুস্থ থাকে।


এ বিষয়ে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি পারলারের সৌন্দর্য বিশেষজ্ঞ শারমিন কচি বললেন, “চোখে মেইকআপ করতে যতটা সময় নেওয়া হয়, তুলতে তেমনটা সময় কেউই নিতে চান না। অথচ সঠিক পদ্ধতিতে অপসারণ না করলে পাপড়ি ঝরে পড়ে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও