নববর্ষে মঙ্গল হোক সবার

www.ajkerpatrika.com জাহীদ রেজা নূর প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৫১

সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই এবার যে নববর্ষের আগমন, তা রাঙিয়ে দিয়ে যাক প্রত্যেক মানুষের জীবন। বাংলা নববর্ষের উজ্জীবনী সুধায় স্নান করুক মানুষ। আশা ও আকাঙ্ক্ষার স্বপ্নপূরণে সার্থক হোক পৃথিবী। গ্লানি, জ্বরা মুছে গিয়ে অগ্নিস্নানে ধরণিকে শুচি করার যে আহ্বান জানিয়েছিলেন রবীন্দ্রনাথ, সেই আহ্বান হৃদয়কে পরিপূর্ণ করুক।


কথাগুলো এক নিশ্বাসে বলে ফেলা গেল বটে, কিন্তু বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে অস্থিরতা চলছে, তা থেকে বের হয়ে আসা এই মুহূর্তে খুব সহজ নয়। তাই নতুন বছরে এমন কিছু অঙ্গীকার করা দরকার, যা পারস্পরিক বিচ্ছিন্নতা থেকে মুক্ত করতে পারে পৃথিবীবাসীকে।


২. বাংলা নববর্ষের জন্মকথা নিয়ে বহু তাত্ত্বিক আলাপ-আলোচনা হয়েছে। বিশদে না গিয়েও বলা যায়, একটি মত আছে, যেখানে অধিকাংশ ঐতিহাসিক ও পণ্ডিত মনে করেন, মোগল সম্রাট আকবর চান্দ্র হিজরি সনের সঙ্গে ভারতবর্ষের সৌর সনের সমন্বয় সাধন করে ১৫৫৬ সাল বা ৯৯২ হিজরিতে বাংলা সন চালু করেন। তবে অন্য গবেষকেরা বলছেন, আকবর সর্বভারতীয় যে ইলাহি সন প্রবর্তন করেছিলেন, তার ভিত্তিতেই বাংলায় আকবরের কোনো প্রতিনিধি বা মুসলমান সুলতান বা নবাব বাংলা সনের প্রবর্তন করেন। আরও কোনো তত্ত্ব হয়তো আছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ নয়। বাংলা সন চালু হয়েছে এবং এই সনের সঙ্গে যুক্ত হয়েছে কিছু আনন্দ অনুষ্ঠান, সেটাই মুখ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও