মাগুরার শিশুটির ধর্ষণ মামলার চার্জশিট দাখিল আজকেই, আশা আইন উপদেষ্টার

প্রথম আলো প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৮

মাগুরার সেই শিশু ধর্ষণের মামলায় পুলিশ চার্জশিট প্রস্তুত করেছে জানিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, তাঁরা আশা করছেন চার্জশিট আজকেই আদালতে দাখিল করা হবে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এই তথ্য জানান।


গত ১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।  তাঁরা সবাই কারাগারে আছেন। এর মধ্যে প্রধান আসামি জবানবন্দি দিয়েছেন।


আসিফ নজরুল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন  আইন পরিবর্তনের পর চার্জশিট দাখিল হবে। এ অনুসারে ধর্ষণ মামলায়  ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে। তবে যেহেতু মাগুরার ঘটনায় ডিএনএতে আলামত মিলেছে, তাতে তিনি ধারণা করছেন আরও দ্রুতগতিতে তদন্ত শেষ হবে।


৭১৮৪ মামলা প্রত্যাহারের সুপারিশ


সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিকভাবে যে হয়রানিমূলক মামলা হয়েছে তার মধ্যে এ পর্যন্ত ৭ হাজার ১৮৪টি মামলা আইন মন্ত্রণালয় থেকে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সুপারিশ করার পর তা প্রত্যাহারে অল্প কিছুদিন লাগে বলে জানান উপদেষ্টা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও