
যে কারণে আইপিএলের ‘ডট বলের বিনিময়ে গাছ রোপণ’ প্রকল্পও প্রশ্নবিদ্ধ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম প্রশংসনীয় উদ্যোগ প্রতিটি ডট বলের হিসাবে ‘গাছ রোপণ’। ২০২৩ আসরের প্লে-অফ রাউন্ড থেকেই এই প্রকল্প বাস্তবায়ন করে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পরবর্তী ২০২৪ মৌসুমেও একই নিয়মে এই প্রকল্প চালু ছিল। তবে চলমান ২০২৫ আইপিএলে একেবারে লিগপর্ব থেকেই ডট বলের জন্য ‘গাছ’ গণনা করা হচ্ছে। কিন্তু এমন প্রশংসনীয় উদ্যোগও পড়েছে প্রশ্নের মুখে।
নতুন করে এই প্রশ্ন উঠেছে ১১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ শেষে। যেখানে পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে কোনোমতে ১০৩ রান তোলে চেন্নাই। ঘরের মাঠ চিপকে মহেন্দ্র সিং ধোনিরাই যে বড়সড় ফাঁদে পড়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। ছোট লক্ষ্য তাড়ায় অনায়াসেই জিতেছে অজিঙ্কা রাহানে নেতৃত্বাধীন কলকাতা। ৯.৫ ওভার এবং ৮ উইকেট হাতে রেখেই তারা বড় ব্যবধানে চেন্নাইকে হারায়।