‘সিআইডির’ বিরুদ্ধে গ্রাফিতি চুরির অভিযোগ, নিশ্চুপ সনি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ১৩:০৬

ভারতের আলোচিত হিন্দি সিরিয়াল ‘সিআইডির’ বিরুদ্ধে ‘চুরির’ অভিযোগ এনেছেন এক গ্রাফিতি শিল্পী।


কেন এই অভিযোগ সেটি ব্যাখ্যা করতে গিয়ে ইন্ডিয়ান টুডে জানিয়েছে আগের কিছু ঘটনা।


মাঝে ছয় বছর বিরতি দিয়ে গেল ডিসেম্বরে ভারতের সনি টিভির পর্দায় ফিরেছে ‘সিআইডি’। কদিন আগে সনি টিভি জানিয়েছে, সিরিয়ালের জনপ্রিয় পুলিশ কর্মকর্তা ‘এসিপি প্রদ্যুমান’ চরিত্রের মৃত্যু হয়েছে। এখনকার পর্বগুলোয় দেখানো হচ্ছে এসিপি প্রদ্যুমানকে যারা খুন করেছে, তাদের হন্যে হয়ে খুঁজছে টিমের বাকি পুলিশ কর্মকর্তারা।


ওইসব দৃশ্যে মুম্বাই শহরের কিছু গ্রাফিতি দেখানো হয়েছে, সেসব ধরে হত্যা রহস্যের অনুসন্ধান করছেন সিআইডির দুই কর্মকর্তা দয়া এবং অভিজিৎ। সিআইডি সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ হল ওই গ্রাফিতিগুলোই ‘চুরি করে ব্যবহার’ করা হয়েছে।


এই অভিযোগ তুলেছেন মুম্বাইয়ের মুজ নামের এক গ্রাফিতি শিল্পী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও