
আর্সেনাল–পিএসজির উত্থান, নাকি বার্সা–ইন্টারের পুনরুত্থান
উত্থান ও পুনরুত্থান—চ্যাম্পিয়নস লিগের এবারের আসরকে বোধ হয় এই দুটি শব্দ দিয়েই সবচেয়ে ভালো বোঝা যাবে। নাহ্, চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের লাইনআপ এখনো নিশ্চিত হয়নি। দ্বিতীয় লেগ শেষে বদলে যেতে পারে অনেক সমীকরণও।
কিন্তু প্রথম লেগের পর যে চারটি দল সেমিফাইনালের পথে এগিয়ে গেছে, এর মধ্যে দুটি দলের জন্য চ্যাম্পিয়নস লিগ সাফল্য এখনো ‘সোনার হরিণ’, কখনোই তারা চ্যাম্পিয়নস লিগের রুপালি ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেনি। অন্য দুই দলের এ অভিজ্ঞতা থাকলেও সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতিতে ধুলা জমতে শুরু করেছে আরও অনেক আগে থেকে।
চ্যাম্পিয়নস লিগে শেষ আটের লাইনআপ ঠিক হওয়ার পরই মিলেছিল উত্তেজনার আভাস। প্রথম লেগ শেষে যদিও উত্তেজনার চেয়ে একপেশে লড়াইটাই বেশি চোখে পড়েছে।
প্রথম লেগ জিতে এরই মধ্যে এগিয়ে গেছে বার্সেলোনা, আর্সেনাল, পিএসজি ও ইন্টার মিলান। এর মধ্যে ইন্টার ছাড়া বাকিদের দাপট ছিল নিরঙ্কুশ। অতিনাটকীয় কিছু না ঘটলে এই তিন দলের সেমিতে যাওয়া অনেকটাই নিশ্চিত। পিএসজি আর আর্সেনালের কথা ভেবে অনেকেই আবার চ্যাম্পিয়নস লিগে নতুনের জয়গান শুনতে পাচ্ছেন।
- ট্যাগ:
- খেলা
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ