দুই সিনেমা থেকে বাদ, অভিনয় ছাড়ার ঘোষণা নেহার

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ২৩:১১

অনৈতিকতার অভিযোগ এনে হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। সেই সঙ্গে জানিয়েছেন, শোবিজের নোংরা পরিবেশের আর অংশ থাকতে চান না তিনি। 


কালের কণ্ঠকে নেহা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে দুটি সিনেমা থেকে তাকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে সিনেমা দুটি নিয়ে সরাসরি কিছুই বলতে চাননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’-এ একদিনের শুটিং করেছিলেন নেহা। কিন্তু তারপরেই তাকে এ সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এছাড়া আসন্ন ঈদে অন্য আরেক পরিচালকের আরেকটি সিনেমাতেও কাজ করার কথা ছিল তার। সবকিছু চূড়ান্ত থাকার পরেও সেই সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়।


সব মিলিয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন বলে জানান নেহা। এ কারণে হাতে থাকা কাজগুলোর প্রতি মনোযোগ দিতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও