সবচেয়ে বড় ‘হাঁ’ করে বিশ্ব রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ১৩:৫৪

ছোটবেলা থেকেই মারি পার্ল জালমার রবিনসন বুঝতে পেরেছিলেন যে তাঁর চোয়াল জোড়া ঠিক অন্যদের মতো নয়, খানিকটা আলাদা। এ কারণে তিনি অস্বাভাবিক বড় ‘হাঁ’ করতে পারেন। তিনি হাঁ করলে কেউ কেউ ভয়ও পেয়ে যেত বলে জানান তিনি।


রবিনসন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের কেটিকানের বাসিন্দা। এই নারীই এখন সবচেয়ে বড় হাঁ করতে পারার বিশ্ব রেকর্ডের মালিক। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী, রবিনসন যখন হাঁ করেন, তাঁর ওপরের মাড়ি থেকে নিচের মাড়ির মাঝখানের ব্যবধান দাঁড়ায় ২ দশমিক ৯৮ ইঞ্চি।


এই নারী বলেন, এমন কোনো রেকর্ড যে হতে পারে, তা তিনি আগে জানতেন না। একদিন তিনি একটি ভিডিও দেখতে পান। ভিডিওটি সবচেয়ে বড় হাঁ করতে পারার রেকর্ডের আগের মালিক সামান্থা রামসডেলের। ২০২১ সালে রামসডেল ওই রেকর্ড গড়েছিলেন ২ দশমিক ৫৬ ইঞ্চি বড় হাঁ করে।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে রবিনসন বলেন, ‘কয়েকবার ভিডিওটি দেখেই আমার মনে হয়, আরে, এটা তো বেশ মজার। আমিও তো এসব জিনিস আমার মুখের ভেতর ঢুকিয়ে ফেলতে পারি। কেমন হবে, যদি আমি তাঁকে হারিয়ে দিই?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও