মোটরবাইকে চড়ে চলেছেন দু’জন। কিন্তু সোজা রাস্তায় ধীরে সুস্থে নয়। গোটা রাস্তা সাপের মতো এঁকেবেঁকে চলেছেন তাঁরা। এখানেই শেষ নয়। হাতে রয়েছে জ্বলন্ত বাজিও। সেই বাজি নিয়েই বাইকে চেপে চলেছেন তাঁরা। বাইকও চলছে আর একের পর এক বাজি পোড়াতে পোড়াতে চলেছেন তাঁরা। সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
অন্যদিকে ভাইরাল হয়েছে আরও একটি ভিডিয়ো। সেই ভিডিয়োর ‘স্টান্ট’ আরও ভয়ানক। একটি কালো রঙের SUV গাড়ির বনেটের উপরে বসে রয়েছেন এক তরুণী। গাড়ির হুড খোলা। সেখান থেকে শরীরের অনেকটা অংশ বাইরে বের করে বাজি পোড়াচ্ছেন একজন। বনেটের উপরে বসে থাকা সেই তরুণী বাজি পোড়ানোর জন্য আরও উৎসাহ দিচ্ছে তাঁকে।