ল্যুভরে চুরি নিয়ে সরস বিজ্ঞাপন ফেভিকলের, যেন পাল্টা চোরকেই চ্যালেঞ্জ
eisamay.com
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫, ২৩:১৯
ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ কি ফেভিকলের নাম শুনেছেন? ইস। যদি শুনতেন, এত বড় চুরিটা হতো না। ল্যুভরের চুরি নিয়ে ফেভিকলের এমনই একটি বিজ্ঞাপন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। চুরির ঘটনাকে এমন রসিকতার মোড়কে পেশ করতে দেখে অবাক নেটিজেনরা। তাঁরা একবাক্যে বলছেন সেই ট্যাগলাইন, ‘ফেভিকল কা জোড় হ্যায়, টুটেগা নেহি।’
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল