নতুন বছরের শুরু মানেই নিজেকে নতুন করে সাজিয়ে তোলার সময়। কিন্তু শুধু নিজের সাজেই থেমে থাকলে চলবে? চাইলে আপনি আপনার বাসাটিও সাজিয়ে নিতে পারেন। কিন্তু ভাবছেন ঘর সাজানো মানেই অনেক খরচ? মোটেই নয়! শুধু একটু বুদ্ধি, রুচি আর সময় বের করলেই হয়ে যাবে ব্যাপারটা। চলুন, দেখে নিই কীভাবে খুব সহজে ও কম খরচে বাড়িকে দেওয়া যায় একদম নতুন সাজ।
অপ্রয়োজনীয় জিনিসগুলো প্রথম দিনই সরিয়ে ফেলুন
ঘরে যেসব জিনিসের আর কোনও ব্যবহার নেই, তা সরিয়ে দিন বা কাউকে দিয়ে দিন। পুরনো খবরের কাগজ, প্লাস্টিক, ভাঙা খেলনা যেগুলো শুধু জায়গা নিচ্ছে, সেগুলো ফেলে দিন। জায়গা ফাঁকা হলেই ঘর অনেক হালকা দেখাবে।
এক টুকরো দেওয়ালেই হোক সাজের ম্যাজিক
বাড়ির প্রতিটি দেয়াল রং না করলেও চলবে। যেকোনো একটি দেওয়াল বেছে নিয়ে সেখানে একটু আলাদা রঙ বা প্যাটার্ন ব্যবহার করুন। চাইলেই বাজার থেকে ওয়াল স্টিকার কিনে এনে নিজেই ঘর সাজিয়ে নিতে পারেন।
দেওয়ালে দিন ছবি ও ওয়াল হ্যাঙ্গিং এর ছোঁয়া
ফ্যামিলি ফটো, ভ্রমণের স্মৃতি বা পছন্দের আর্টওয়ার্ক ফ্রেম করে ঝুলিয়ে দিন। আজকাল নানা ধরনের ওয়াল হ্যাঙ্গিং, ড্রিমক্যাচার পাওয়া যায়— সেগুলোও লাগিয়ে দিন। ঘর হয়ে উঠবে অনেক বেশি সুন্দর আর আপন।
পর্দা বদলালেই বদলে যাবে ঘরের চেহারা
ঘরের রং যদি হালকা হয়, তাহলে গাঢ় রঙের পর্দা ব্যবহার করতে পারেন। চাইলে জুট বা পাটের তৈরি পর্দাও বেছে নিতে পারেন। পর্দার পাশে পাটের রঙিন দড়ি ঝুলিয়ে দিতে পারেন। খুব বেশি রং ব্যবহার না করাই ভালো, না হলে ঘর দেখাবে এলোমেলো।