
শাকিবের সিনেমাটি সরিয়ে ফেলছে মধুমতি
টিকিট বিক্রি হচ্ছে না, তাই শাকিব খানের সিনেমা সরিয়ে ফেলতে হচ্ছে। প্রদর্শনীর জন্য আসছে সিয়ামের সিনেমা। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভৈরব উপজেলায় অবস্থিত মধুমতি সিনেমা হলে। জানা গেছে, যে টাকায় শাকিব খানের সিনেমা আনা হয়েছিল, সেই টাকা তুলতে পারেনি হল কর্তৃপক্ষ।
পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘অন্তরাত্মা’ চালানো হয়েছিল মধুমতি সিনেমা হলে। আগামীকাল শুক্রবার থেকে ওই হলে চলবে সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। কিশোরগঞ্জ জেলার ভৈরবের ওই সিনেমা হল কর্তৃপক্ষ জাগো নিউজকে এ ঘটনা নিশ্চিত করেছে।
ঈদে ‘অন্তরাত্মা’ চালানোর পর থেকেই দর্শক খরায় ভুগছিল হলটি। গত সোমবার থেকে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে ওঠেন হল মালিক। মধুমতি হলের ব্যবস্থাপক মো.বাচ্চু মিয়া জাগো নিউজকে বলেন, ‘ঈদে শাকিব খানের “অন্তরাত্মা” সিনেমাটি নিয়ে এসেছিলাম। কিন্তু সিনেমাটি সাড়া পায়নি। আমাদের লস হয়েছে। তিন লাখ টাকা দিয়ে ছবি আনা হয়েছিল, আজ বৃহস্পতিবার পর্যন্ত মাত্র ৭০-৮০ হাজার টাকা বিক্রি হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে নতুন সিনেমা “জংলি” চলবে।’