
এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের
আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল হামিদকে চোর বলেও সম্বোধন করেছেন তিনি। একইসঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও সমালোচনা করেছেন তিনি।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে এই সমালোচনা করেন তিনি।
ফেসবুকে সিদ্দিকী নাজমুল আলম লেখেন— যেই *** লুটপাটপাট করে দলটাকে শেষ করল অতিরঞ্জিতভাবে, অতিকথনে টেলিসামাদ স্টাইলে রাজনীতিকে জোকারিতে পরিণত করলো তাদের বিরুদ্ধে লিখলেই একদলের জ্বালা ওঠে এভাবে যে, এখন ঐক্যের সময় এখন এগুলো লেখা যাবে নাম, আবার ক্ষমতায় গেলে এসব নিয়ে আলোচনা করা যাবে। মোটকথা তাদের কথা হলো আমরা তাদের পক্ষে লিখে তাদের সব হালাল করবো আমরা। আমাদের পরিবার জীবন দেবে আর তারা সুটেট-বুটেড হয়ে আবার আমাদের নেত্রীর চারপাশ দখলে রাখবে।
অনেকদিন নিঃশ্বাস বন্ধ রেখে চুপ থাকলাম, কিন্তু আমার মাথায় আসে না আমাদের নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর লক্ষে বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব উন্নতিসাধন করেছেন, কিন্তু আমাদের সরকারের সময়ের চাইতে এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি। তার মানে হলো প্রধানমন্ত্রীর চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ চোর বিপু এবং কিছু বিদ্যুৎচোর আমলাদের সমন্বয়ে কৃত্রিম লোডশেডিং তৈরি করতো এবং নিজেদের পছন্দের পাওয়ার প্লান্ট ব্যবসায়ীদের রমরমা একচেটিয়া ব্যবসা করার সুযোগ করে দিয়ে সিন্ডিকেট করে কমিশন কামাতো ।