You have reached your daily news limit

Please log in to continue


মুক্তবাণিজ্যের সম্ভাবনা খুঁজছে অনেক দেশ

বিশ্বের সব দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতিতে এক ধরনের ঝড় বইয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গতকাল তিনি উচ্চশুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করলেও ন্যূনতম শুল্ক ১০ শতাংশ স্থগিত করেনি। এর পাশাপাশি চীনের ওপর শুল্ক আরো বাড়িয়ে করেছেন ১২৫ শতাংশ। ফলে বিশ্বজুড়ে তীব্র বাণিজ্যযুদ্ধের শঙ্কা থেকেই যাচ্ছে।

এ অবস্থায় শুল্কের বিরুদ্ধে দাঁড়িয়ে মুক্তবাণিজ্যে সম্ভাবনা খতিয়ে দেখছে অনেক দেশ। এ নিয়ে শুরু হয়েছে আলোচনাও।

ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে দাঁড়িয়ে আঞ্চলিক বাণিজ্য গড়ে তুলতে গত মাসে বৈঠক করেছিলেন দক্ষিণ কোরিয়া, চীন ও জাপানের মন্ত্রীরা। গতকাল বৃহস্প্রতিবার নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা উভয়ে অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করছে সম্ভাব্য একটি মুক্তবাণিজ্য গড়ে তোলার ব্যাপারে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, তিনি আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতার ব্যাপারে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলেছেন। এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী প্রধানের সঙ্গেও কথা বলেছেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উয়ং বলেন, ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে একটি যৌথ জবাব দেওয়ার জন্য তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ জাপান, দক্ষিণ কোরিয়া, ভারতসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি সম্প্রচারমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বেশ কিছু দেশ মুক্ত, স্বচ্ছ ও ন্যায্য বাণিজ্যের বিশাল সম্ভাবনা দেখছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন