অভিনব কায়দায় ফিক্সিং অনুসন্ধান করছেন বিসিবির কর্মকর্তারা

www.ajkerpatrika.com প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৫:৫৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফের আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ। মিরপুরে গতকাল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের স্ট্যাম্পড হওয়ার ধরন দেখে অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ। মুহূর্তেই সেই আউটের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।


এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (আকসু)। আজ দুপুরে মিরপুরের একাডেমি মাঠে আকসুর প্রধান মেজর (অব.) মো. রায়ান আজাদ উপস্থিত থেকে অভিনব কায়দায় শুরু করেন মাঠ পর্যায়ের তদন্ত। শাইনপুকুরের দুই বিতর্কিত ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরকে ডেকে আনা হয় মাঝ উইকেটে।


সেখানে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়— একপ্রকার অভিনয়ের মাধ্যমে পুনঃমঞ্চায়ন করা হয় গতকালের বিতর্কিত আউট দুটি। আকসু কর্মকর্তারা ব্যাটারদের একইভাবে অবস্থান নিতে বলেন। এরপর বল থ্রো করেন এবং বিশ্লেষণ করেন গতকালের পুরো ঘটনাটি। তদন্ত কর্মকর্তারা এই অনুশীলনের ভিডিও ধারণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই ছায়া তদন্ত। এরপর দুই ক্রিকেটারের সঙ্গে পৃথক আলাপ শেষে তাঁদের নিয়ে যাওয়া হয় বিসিবি কার্যালয়ে। প্রাথমিক অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ নেবে আকসু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও