চ্যাটজিপিটি ও জেমিনির সামনে নতুন চ্যালেঞ্জ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১২:৫৭

বিশ্বের টেকজায়ান্ট মেটা এবার এআই দুনিয়ায় আরও বড় পদক্ষেপ নিল। নিয়ে এলো নতুন জেনারেটিভ এআই মডেল - Llama 4। এই মডেলের লক্ষ্য একটাই চ্যাটজিপিটি ও জেমিনিকে টক্কর দেওয়া।


মার্ক জুকারবার্গ নিজেই ঘোষণা করেছেন, তাদের এআই এখন আরও স্মার্ট, দ্রুত এবং শক্তিশালী। নতুন Llama 4 মডেল ব্যবহার করা যাবে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে। যেমন- হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, মেসেঞ্জার এবং ওয়েব অ্যাপে।


দুটি ভার্সনে এসেছে Llama 4। এগুলো হলো- Scout ও Maverick। Llama 4 Scout হালকা এবং দ্রুতগতির মডেল। মোবাইল বা সাধারণ ডিভাইসে স্বাচ্ছন্দ্যে চলবে। আর Maverick একটি শক্তিশালী ভার্সন। যা জটিল কাজ করতে সক্ষম। বিশাল ডেটা প্রসেসিং, মাল্টিমিডিয়া বিশ্লেষণ ইত্যাদিতে এটি কার্যকর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও