অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য কত গিগাবাইট র‍্যাম ও ধারণক্ষমতা থাকতে হবে, জানাল গুগল

প্রথম আলো প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭

স্মার্টফোনে র‍্যাম ও ধারণক্ষমতা কম থাকলে ব্যবহার করা যাবে না অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম। গুগলের হালনাগাদ মোবাইল সেবা নীতিমালায় বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণ আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। এতে যুক্ত করা হয়েছে নানা ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা। এসব সুবিধা সচল রাখতে ফোনে অন্তত ৪ গিগাবাইট র‍্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা থাকতে হবে।


গুগলের তথ্যমতে, বর্তমানে বাজারে থাকা অনেক বাজেট ফোনে ২ বা ৩ গিগাবাইট র‍্যাম থাকে। তবে অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য অন্তত ৪ গিগাবাইট র‍্যাম থাকতে হবে। শুধু তা–ই নয়, এখন থেকে অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারের জন্য ফোনের অভ্যন্তরীণ ধারণক্ষমতা হতে হবে কমপক্ষে ৩২ গিগাবাইট, যার অন্তত ৭৫ শতাংশ ব্যবহৃত হবে সিস্টেম অ্যাপ ও ফাইল সংরক্ষণের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও