
গুগল মেসেজেস অ্যাপে যুক্ত হলো আনসাবস্ক্রাইব বাটন, যে সুবিধা পাওয়া যাবে
বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নিজেদের পণ্য বা সেবার প্রচারণায় নিয়মিত স্প্যাম বার্তা পাঠিয়ে থাকেন। এসব স্প্যাম বার্তার কারণে মাঝেমধ্যেই বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। শুধু তা-ই নয়, অনেক সময় স্প্যাম বার্তায় ক্ষতিকর লিংক থাকে, যেগুলোয় ক্লিক করলে যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য চুরি করতে থাকে। তাই এবার স্মার্টফোনে স্প্যাম বার্তা আসা ঠেকাতে নিজেদের মেসেজেস অ্যাপে ‘আনসাবস্ক্রাইব’ বাটন যুক্ত করেছে গুগল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে গুগল মেসেজেস অ্যাপের নির্দিষ্ট ব্যবহারকারীরা অন্যদের পাঠানো বার্তার নিচে ‘আনসাবস্ক্রাইব টু স্টপ রিসিভিং মেসেজেস’ নামের নতুন অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে ট্যাপ করলে বার্তা বন্ধ করতে চাওয়ার কারণ জানাতে চাওয়া হচ্ছে। ‘নট সাইনড আপ’, ‘টু মেনি মেসেজেস’ও ‘নো লঙ্গার ইন্টারেস্টেড’ অপশন থেকে যেকোনো একটি নির্বাচন করলে বার্তা পাঠানো নম্বর থেকে পরবর্তী সময়ে বার্তা পাঠানো যাবে না। তবে ‘স্প্যাম’ নির্বাচন করলে শুধু বার্তা আসা বন্ধ নয়, প্রেরকের ফোন নম্বরের বিরুদ্ধে অভিযোগও করা যাবে। আনসাবস্ক্রাইব প্রক্রিয়া শেষ হলে ‘স্টপ’ বার্তার নিচে ‘আনসাবস্ক্রাইব রিকোয়েস্ট সেন্ড’ লেখা দেখ যাবে।
গুগল মেসেজেস অ্যাপের আনসাবস্ক্রাইব বাটনটি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও স্পেনের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে স্মার্টফোনে ব্যবসায়িক প্রচারণার তথ্যসহ অবাঞ্ছিত বার্তা আসা সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মেসেজিং অ্যাপ
- নতুন ফিচার
- গুগল