ফ্রি-কিকে যেভাবে জোড়া গোল করলেন রাইস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৫, ২০:৪০

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম পর্ব। আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে মুখোমুখি স্বাগতিক আর্সেনাল এবং বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে আর্সেনালের কাছে। তবে গানারদের এই বীরত্বগাঁথায় বীর কিন্তু একজনই। ডেকলান রাইস। যার চোখ ধাঁধানো, অবিশ্বাস্য দুটি ফ্রি-কিক জড়িয়ে যায় লজ ব্লাঙ্কোজদের জালে।


কিভাবে ফ্রি-কিক থেকে রিয়াল মাদ্রিদের জালে বল জড়ালেন রাইস? যারা সরাসরি দেখেছেন এবং যারা পরে ভিডিওতে ফ্রি-কিকের ফুটেজ দেখেছেন, সবার কাছেই অবিশ্বাস্য ঠেকেছে। সবারই কথা, ‘এ তো অসাধারণ দুটি ফ্রি কিক!’


বক্সের সামনে থেকে নেয়া বাঁকানো ফ্রি-কিক দুটিই ঠেকানোর জন্য দেয়াল তৈরি করেছিলো রিয়াল। কিন্তু সেই দেয়াল এবং গোলরক্ষক থিবো কুর্তোয়াকে ফাঁকি দিয়ে ঠিকই জড়িয়ে গেলো রিয়ালের জালে। এমন ফ্রি-কিক দেখে অনেকেই বলছিলো, মেসি হয়তো ভর করেছিলো ডেকলান রাইসের মধ্যে। কেউ কেউ বলছিলো, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান কার্লোসের নেয়া সেই বিখ্যাত ফ্রি-কিকের যেন নতুন ভার্সন দেখা গেলো রাইসের পায়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও