টিকে থাকতে হলে বার্সেলোনার আক্রমণভাগকে সামলানোর পথ বের করতেই হবে, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের আগে এটাই দলের কাছে বরুশিয়া কোচ নিকো কোভাচের বার্তা। কাজটা যে সহজ হবে না সেটা ভালোভাবেই বুঝতে পারছেন তিনি। তবে সব দলেরই কোনো না কোনো দুর্বলতা থাকে। বার্সেলোনার সেই দুর্বলতা কাজে লাগিয়ে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন কোভাচ।
শেষ আটের প্রথম লেগে বুধবার বার্সেলোনার মুখোমুখি হবে ডর্টমুন্ড। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বেও স্প্যানিশ দলটির বিপক্ষে খেলেছিল তারা। দুইবার সমতা ফেরানোর পরও হেরেছিল ৩-২ গোলে।
ছন্দে থাকা তিন ফরোয়ার্ড রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কি গোল করছেন, করাচ্ছেন। ধারাল আক্রমণ, দুর্দান্ত মাঝমাঠ আর জমাট রক্ষণে ভর দিয়ে চলতি বছর অজেয় হয়ে ওঠেছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত রয়েছে টানা ২২ ম্যাচে।