You have reached your daily news limit

Please log in to continue


দুঃস্বপ্নের রাতে পরও সবকিছু দিয়ে ঘুরে দাঁড়াত মরিয়া রিয়াল

রিয়াল মাদ্রিদ যেন বিধ্বস্ত এক ঘর, স্প্যানিশ লা লিগায় ভ্যালেন্সিয়ার কাছে হারের ধাক্কার মাঝেই নিজেদের সবচেয়ে বড় গর্বে চোট পেয়েছে তারা। আর্সেনালের মাঠে গিয়ে দুঃস্বপ্নের রাতে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার স্বপ্নও এলোমেলো কার্লো আনচেলত্তির দলের। আর্সেনালের কাছে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে উড়ে যাওয়ার পর নিজেদের চরম ব্যর্থতা উপলব্ধি করছেন ডিফেন্ডার লুকাস ভাসকেজ। তবে এখনো ঘুরে দাঁড়ানোর স্বপ্নও দেখছেন তিনি। 

মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৩-০ গোলে হার চ্যাম্পিয়ন্স লিগের বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে রিয়ালের। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও এই ব্যবধান থেকে ফেরা রিয়ালের জন্য ভীষণ কঠিন।

ম্যাচে এদিন আর্সেনালের নায়ক ডেকলান রাইস। আগে কখনো ফ্রি-কিকে গোল না পাওয়া এই ইংলিশ ফুটবলার এদিন এই ঝলক দেখান দুইবার।

ম্যাচ শেষে ভাসকেজ প্রতিপক্ষের কৃতিত্ব এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, 'আমরা ভালো খেলিনি, আমার মনে হয় আর্সেনাল দারুণ খেলেছে, তারা সুযোগ তৈরি করেছে, তারা আমাদের কীভাবে প্রেস করতে হয় তা জানত এবং আমরা আমাদের খেলাটা খেলতে পারিনি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন