
বাংলাদেশে ব্যবসা পরিবেশের প্রধান বাধা পাঁচটি: বিশ্ব ব্যাংক
বিদ্যুৎ সংকট, অর্থ সহায়তা পাওয়ার কম সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাত ও বেশি কর হারকে বাংলাদেশের ব্যবসার পরিবেশের জন্য প্রধান পাঁচ বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব ব্যাংক গ্রুপ।
বাংলাদেশে অর্থনৈতিক সম্প্রসারণের পথ তুলে ধরার জন্য তৈরি করা এক প্রতিবেদনে এসব বাধা চিহ্নিত করা হয়।
এই প্রতিবেদনে বলা হয়েছে, “ব্যবসার ক্ষেত্রে এসব বাধা প্রতিশ্রুতিশীল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রবৃদ্ধির সক্ষমতাকে আটকে দিচ্ছে। এর সুযোগ নিয়ে বেশিরভাগ খাতেই কিছু বড় ব্যবসায়ী গ্রুপ আধিপত্য তৈরি করছে।
“আর প্রতিশ্রুতিশীল ছোট প্রতিষ্ঠানগুলো বড় হওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং কিছু ছোট দুর্বল প্রতিষ্ঠান ব্যর্থ হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে।”
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্ব ব্যাংক গ্রুপের সঙ্গে বেসরকারি খাত নিয়ে একটি অধিবেশন ছিল।
এতে ‘কান্ট্রি প্রাইভেট সেক্টর ডায়াগনস্টিক’ (সিপিএসডি) শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি এর বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের কান্ট্রি ম্যানেজার মার্টিন হোল্টম্যান।