পুঁজিবাজার: ব্যাংকের বিশেষ তহবিলের সময়সীমা ২২ মাস বাড়াল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ২১:০৩

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের সময় আরও ২২ মাস বাড়ানো হয়েছে।


এতে ব্যাংকগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ তহবিলের অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ পাবে।


মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সময় বাড়ানোর সার্কুলার ব্যাংকগুলোকে পাঠিয়েছে।


পুঁজিবাজারে তারল্য সংকটের প্রেক্ষাপটে ২০২০ সালের ফেব্রুয়ারিতে গঠিত ২০০ কোটি টাকার এ বিশেষ তহবিলের মেয়াদ ছিল চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে এ তহবিলের আওতায় বেসরকারি উদ্যোক্তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতের অর্থায়নের জন্য গ্রিন সুকুক বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এ তহবিলের মেয়াদ ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।


ব্যাংকগুলো নিজস্ব বিনিয়োগ সীমার বাইরে শর্ত সাপেক্ষে এ অর্থ শেয়ারে বিনিয়োগ করতে পারে।


ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, ব্যাংকগুলো ’রেগুলেটরি’ মূলধনের ২৫ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে। ব্যাংকের এ বিনিয়োগসীমার মধ্যে ব্যাংকের ধারণ করা সব ধরনের শেয়ার, ডিবেঞ্চার, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড ইউনিট ও অন্যান্য পুঁজিবাজার নির্দেশনাপত্রের বাজারমূল্য ধরে মোট বিনিয়োগ হিসাব করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও