
সড়কে নিহত ৭: হাসপাতালে আসছিলেন রোগী দেখতে, এখন মর্গে বাবা-ছেলে
“আমার আব্বাও নাই, ভাইও নাই, মার অবস্থায়ও ভাল না। কাকা, ওরা মারা গেছে। আমি হাসপাতালে আছি, আমি এহন কী করব?”
ফরিদপুর মেডিকেল কলেজের সিঁড়িতে বসে এভাবে মোবাইল ফোনে স্বজনকে বাবা ও ভাইয়ের মৃত্যুর খবর জানাচ্ছিলেন মো. সাহেদ সরদার। তার মা একই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলার বাখুন্ডা এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সাতজন। এতে আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
তাদের মধ্যে সাহেদ সরদারের বাবা জোয়ার সরদার (৬৫) ও ছোট ভাই ইমান সরদার (৩৫) রয়েছেন। তার বৃদ্ধ মা পারুলী বেগম আহত হয়ে হাসপাতালে রয়েছেন। তারা নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের বাসিন্দা।
সাহেদ সরকারের পরিবারের সদস্যরা জানান, জোয়ার সরদার, ইমান সরকার ও পারুলী বেগম অসুস্থ এক স্বজনকে দেখতে হাসপাতালে আসছিলেন। তাদের সঙ্গে রোগীর জন্য রান্না করা খাবারও ছিল। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারিয়ে তারাই এখন হাসপাতালের মর্গে লাশ হয়ে আছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাস খাদে
- সড়ক দুর্ঘটনায় নিহত