মেটার নতুন মাল্টিমোডাল এআই মডেল লামা ৪, বিশেষত্ব কী

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৭

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে গত শনিবার নতুন মাল্টিমোডাল মডেল লামা ৪ উন্মোচন করেছে মেটা। এর দুই পাবলিক সংস্করণ—লামা ৪ স্কাউট ও লামা ৪ মারভিক ডাউনলোড করে এখনই ব্যবহার করা যাবে। নতুন এআই মডেলগুলো টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও প্রসেসও তৈরি করতে পারবে। তবে এগুলোর চেয়ে আরও উন্নত সংস্করণ লামা ৪ বেহেমথ এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।


গত মার্চে মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেন, লামা ৪ মডেল মেটার এআই এজেন্টগুলোকে আরও বুদ্ধিমান ও কার্যকর করে তুলবে। এসব এজেন্ট শুধু যুক্তি বিশ্লেষণের পাশাপাশি ওয়েব ব্রাউজিংসহ বিভিন্ন জটিল কাজও করতে পারবে। এর ফলে ভোক্তা ও ব্যবসা বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান পাবে।


লামা ৪-এ যা রয়েছে


লামা ৪-এর মধ্যে দুটি প্রধান মডেল রয়েছে। লামা ৪ স্কাউট একটি ছোট ও দক্ষ মডেল, যা একটিমাত্র এনভিডিয়া এইচ ১০০ জিপিইউতে চালানোর জন্য ডিজাইন করা হয়েছে। দীর্ঘ ডকুমেন্ট বা কথোপকথন প্রসেস করার জন্য মডেলটির প্রচুর ধারণক্ষমতা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও