টেসলাকে টপকাল বিওয়াইডি

দেশ রূপান্তর প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৫

চীনা বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি নির্মাতা বিওয়াইডি। বার্ষিক আয়ে ইলন মাস্কের ইভি নির্মাতা কোম্পানি প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে শেনজেনভিত্তিক কোম্পানিটি। ২০২৪ সালের বার্ষিক আয়ের প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিওয়াইডি বলেছে, হাইব্রিড গাড়ির বিক্রি বেড়ে যাওয়ার কারণে তাদের আয় ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭০০ কোটি ডলার, যা টেসলার রাজস্ব ৯ হাজার ৭৭০ কোটি ডলারের চেয়ে বেশি।


টেসলার মডেল ৩-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে কম দামের একটি গাড়িও চালু করেছে বিওয়াইডি, যা দীর্ঘদিন ধরে চীনে সবচেয়ে বেশি বিক্রীত ইভি ছিল বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে টেসলা। অন্যদিকে পশ্চিমা দেশগুলোতে শুল্ক আরোপের মুখে পড়েছে চীনা গাড়ি নির্মাতারা। গত বছর ১৭ লাখ ৬০ হাজার ইভি বিক্রি করেছে টেসলা, আর ১৭ লাখ ৫০ হাজার বিক্রি করেছে চীনা ইভি কোম্পানিটি। গত সপ্তাহে টেসলাকে টেক্কা দিতে নতুন মডেলের ইভির ঘোষণা দিয়েছে বিওয়াইডি। চীনে ‘কিন এল’ নামের নতুন মডেলের গাড়ির মূল্য ১১ লাখ ৯৮০০ ইউয়ান, যেখানে টেসলার মডেল ৩ গাড়ির সস্তার সংস্করণের দাম ২৩ লাখ ৫৫০০ ইউয়ান। গত সপ্তাহে নতুন এক ব্যাটারি চার্জিং প্রযুক্তি ঘোষণা করেছেন বিওয়াইডির প্রতিষ্ঠাতা ওয়াং চুয়ানফু। তিনি বলেন, পাঁচ মিনিটের মধ্যে ইভি চার্জ করবে এই ব্যাটারি চার্জিং প্রযুক্তিটি। এ নতুন ব্যাটারি সিস্টেমের তুলনায় টেসলার সুপারচার্জার সিস্টেম ব্যবহার করে ইভি চার্জ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ফেব্রুয়ারিতে বিওয়াইডি ঘোষণা করেছিল, চালকদের সহায়তা করার জন্য তাদের ‘গডস আই’ নামের উন্নত প্রযুক্তিটি কোম্পানিটির সব মডেলের গাড়িতে বিনামূল্যে পাওয়া যাবে। অভিজ্ঞ ও প্রবীণ মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের সমর্থনপুষ্ট চীনা কোম্পানিটির শেয়ারের দাম এ বছর এখন পর্যন্ত বেড়েছে ৫০ শতাংশের বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও