বিনিয়োগ সম্মেলন: বদলে যাওয়া বাংলাদেশে সম্ভাবনার দ্বার

জাগো নিউজ ২৪ মোস্তফা কামাল প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১১:৩২

বড় মোক্ষম ও প্রাসঙ্গিক সময়ে ঢাকায় বিনিয়োগ সম্মেলন। যখন যাবতীয় আলোচনা-পর্যালোচনার মূলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সফরে চীন কী দিয়েছে, আরো কতো কী দেবে বাংলাদেশকে- এ প্রশ্ন নিয়ে। সেই আলোচনায় ছেদ ফেলে বিমসটেক সম্মেলন, সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। এ বৈঠকে কার জিত হয়েছে, কে ঠকেছে? সেখানে আবার ছেদ-ছন্দপতন বাংলাদেশসহ বিভিন্ন দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের করারোপের ঘটনা।


‘কীসের মধ্যে কী’ এর মতো বাংলাদেশ-ভারত-পাকিস্তানসহ ১৪টি দেশের নাগরিকদের ওপর সৌদি নিষেধাজ্ঞা। এই ভজঘট বা ঘটনার ঘনঘটার মাঝে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপ পুনর্বিবেচনার বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের দায়িত্ব দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে। বাংলাদেশে এ নিয়ে এন্তার জিজ্ঞাসা।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের পর জাপান, তাইওয়ান, সিঙ্গাপুরসহ এশিয়ার দেশে দেশে শেয়ারবাজারে ধস নেমেছে। ধসে গেছে ট্রাম্পের দেশের শেয়ারবাজারও। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও কমেছে। ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬৩ ডলারে নেমে এসেছে। স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম রাতারাতি বেড়ে গেছে। রাস্তায় হাজারো মানুষ নেমে এসেছে।


চারদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে সমালোচনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওষুধে কাজ দিচ্ছে। এটা চিঠিপত্রের যুগ নয়, এখন টেলিফোন-ইমেইলের যুগ। ৫০টার মতো দেশ ট্রাম্পের সাথে কথা বলতে লাইনে দাঁড়িয়ে গেছে। ভিয়েতনাম, ইতালী এরইমধ্যে কথা বলে ফেলেছে। বিশ্বময় কঠিন এ সময়েই ঢাকায় বিনিয়োগ সম্মেলন। নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। এ তহবিল থেকে শুধু স্টার্ট-আপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সোমবার সম্মেলনের প্রথম দিন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলনে ‘স্টার্ট-আপ কানেক্ট’ অধিবেশনে প্যানেল আলোচনায় এসব কথা জানান গভর্নর। এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়।


স্টার্ট-আপ কানেক্ট অধিবেশনে দেশি-বিদেশি তরুণ ও উদ্ভাবনী উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে রেকর্ড করা বক্তব্য দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।


সেমিনারে মুল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন কনস্টিলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী, স্টার্ট-আপ উদ্যোগের চাহিদা বেশি। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্টার্ট-আপ খাতে এখনো বিনিয়োগ কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও