থানায় জিডি করতে ৩ প্যাকেট সিগারেট নিলেন এএসআই

www.ajkerpatrika.com সিরাজদীখান প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দামের সমপরিমাণ (১ হাজার ২০০) টাকা দিতে হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সালমান কবীর নামের এক যুবক থানায় জিডি করতে গেলে তাঁর কাছ থেকে এই টাকা আদায় করা হয়।


সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান ওই টাকা নেন বলে অভিযোগ তোলেন সালমান কবীর।
ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, ‘শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। তিনি বলেন, “তাহলে পল্টন চলে যান, এখানে হবে না।” পরে জিডিটা করার জন্য তাঁকে অনুরোধ করি। তিনি বলেন, “দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান।” পরে থানার পাশের একটি দোকান থেকে ১২ শ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও