
বাড়ি থেকে ফেরার পথে কুমিল্লায় হঠাৎ অসুস্থ বিএনপি নেতা বরকতউল্লা, নেওয়া হচ্ছে ঢাকায়
প্রথম আলো
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১১:০২
নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। গতকাল রোববার রাতে তাঁকে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
আজ সোমবার সকাল সাতটার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে বরকতউল্লাকে ঢাকায় নেওয়া হয়েছে। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বরকতউল্লার স্ত্রী শামীমা বরকত।
শামীমা বরকত মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে সকাল সাতটার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে ঢাকায় ফেরার পথে লাকসামে গতকাল রাত সাড়ে আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির জ্যেষ্ঠ নেতা বরকতউল্লা।