দরকার ছিল মাত্র একটি পয়েন্ট। দাপুটে পারফরম্যান্সে পিএসজি উপলক্ষটা রাঙাল জয় দিয়েই। অঁজিকে হারিয়ে ফরাসি লিগ ওয়ানে নিজেদের শ্রেষ্ঠত্ব জারি রাখল লুইস এনরিকের শিষ্যরা। ছয় ম্যাচ হাতে রেখেই দলটি পেল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ।
শনিবার রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ১-০ গোলে জিতেছে প্যারিসিয়ানরা। একপেশে ম্যাচের দ্বিতীয়ার্ধে খাভিচা কাভারাতস্খেলিয়ার পাস থেকে জাল কাঁপিয়ে পার্থক্য গড়ে দেন দিজিয়ে দুয়ে। স্বাগতিকদের জয়ের ব্যবধান অনেক বড় হতে পারত। কিন্তু আক্রমণের ঝড় বইয়ে দিলেও সেই অনুপাতে গোল মেলেনি তাদের।
এই জয়ে নিশ্চিত হয়েছে লিগ ওয়ানে পিএসজির টানা চতুর্থ ও সব মিলিয়ে রেকর্ড ত্রয়োদশ শিরোপা। সবশেষ ১৩ মৌসুমের ১১টিতেই তারা উঁচিয়ে ধরল ট্রফি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ফ্রান্সের শীর্ষ লিগে তাদের দাপট কতটা।