You have reached your daily news limit

Please log in to continue


পুষ্টি ও স্বাদের মজাদার সবজি গাজর

৪ এপ্রিল ‘আন্তর্জাতিক গাজর দিবস’ পালিত হয়। ২০০৩ সালে বিশ্বব্যাপী গাজর এবং এর গুণাবলি সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হয়েছিল দিবসটি। ২০১২ সালে ফ্রান্স, ইতালি, সুইডেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং জাপানে দিবসটি পালনের মাধ্যমে জনপ্রিয় হয়। এটি গাজরের পুষ্টিগুণ, ইতিহাস, চাষাবাদ এবং বৈচিত্র্যময় ব্যবহারের প্রতি সম্মান জানাতে পালিত হয়। গাজর শুধু সুস্বাদু ও পুষ্টিকর সবজি নয়, এটি স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পুষ্টিগুণ ও উপকারিতা
গাজরকে সুপারফুড বলা হয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।

চোখের স্বাস্থ্যরক্ষা
গাজরে প্রচুর বিটা-ক্যারোটিন রয়েছে, যা শরীরে গিয়ে ভিটামিন এ-তে পরিণত হয়। এটি রাতকানা প্রতিরোধ করে এবং চোখের দৃষ্টিশক্তি উন্নত করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা
গাজরে উপস্থিত ভিটামিন সি শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী।

হজমশক্তি বৃদ্ধি
গাজরে উচ্চমাত্রার ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন