You have reached your daily news limit

Please log in to continue


তবে কি সিয়ামই জিতে গেলেন

আসবো আসবো করে বেশ কবার ট্রেন ফেল করেছিল ‘জংলি’। নির্মাতা এম রাহিমের তাড়া ছিল না। অভিনেতা সিয়ামেরও ছিল না ফার্স্ট হওয়ার তাগিদ। তিনি কেবল চেয়েছিলেন ঈদে তার ছবি মুক্তি পাবে, এইই তার আনন্দ। প্রতিযোগিতা নয়, অংশগ্রহণের মধ্যদিয়ে ক্যারিয়ার গ্রাফ এঁকে যাচ্ছেন এই তরুণ। কিন্তু এই ঈদুল ফিতরে এসে মনে হচ্ছে, অভিনেতা সিয়াম জিতে গেলেন!

অনেকগুলো ছেঁড়া ছেঁড়া সুতো জোড়া দিয়ে সিয়ামের বিজয় নিশ্চিত করা যেতে পারে। যদিও সিয়াম ও তার অভিনীত সিনেমার পিছিয়ে পড়ার রয়েছে অনেকগুলো পয়েন্ট। ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলোই ‘হিরো-কেন্দ্রীক’। বড় বড় তারকা তারা। শাকিব খান, মোশাররফ করিম, আফরান নিশো, নামগুলো জ্বলজ্বলে! তাদের পাশে সিয়াম আহমেদ, অল্প কয়েকটি সিনেমার হিরো। এবার তার ছবি পেয়েছেও সবচেয়ে কম হল। ছবির নির্মাতা নতুন। ছোট্ট এ বাজারে বিনিয়োগ তুলে আনার ক্ষিপ্রতা এখনও হয়নি তার।

পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার সংখ্যা ছয়। নিয়মিত পর্দার সিনেমা হল ৮০ ও মৌসুমী হল আরও ৯০টি। এ হলগুলোর মধ্যে ১২০টি চালাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’, ১৬টি আফরান নিশোর ‘দাগি’, ২১টি শাকিব খানের বিলম্বিত ছবি ‘অন্তরাত্মা’। মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ চলছে শুধু ব্লকবাস্টার সিনেমাস, লায়ন ও স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে। সিয়াম অভিনীত ‘জংলি’ দেখা যাচ্ছে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে, শো সংখ্যাও নেহায়েত কম। ‘জিন-৩’-এর অবস্থা অবশ্য আর একটু নাজুক। কেবল হলসংখ্যা বিবেচনায় নিলেই দেখা যায় ‘বরবাদ’ অনেক দূর এগিয়ে যাবে। যদিও এরই মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে সরিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’। অন্যদিকে বাড়ানো হয়েছে ‘দাগি’র শো সংখ্যা। অপরিবর্তিত অবস্থা কেবল সিয়ামের ‘জংলি’র!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন