ওলমো ও ভিক্তরকে নিয়ে আপাতত স্বস্তিতে বার্সেলোনা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৫, ২২:৩৩

কয়েক দিনের অনিশ্চয়তার পর দানি ওলমো ও পাউ ভিক্তরকে ঘিরে তৈরি হওয়া জটিলতার আপাতত অবসান হয়েছে। বার্সেলোনার করা আপিলের প্রেক্ষিতে তাদের জার্সিতে চলতি মৌসুমের বাকি সময়ের জন্য এই দুই ফুটবলারের খেলার অনুমতি দিয়েছে স্পেনের ক্রীড়া মন্ত্রনালয় (সিএসডি)।


সিএসডির বৃহস্পতিবার দেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত পক্ষে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল বার্সেলোনা। কারণ, মৌসুমে বড় তিন শিরোপার জন্য লড়ছে দলটি, এবং এই সময়ে এই দুজনকে হারালে তাদের শূন্যতা পূরণ অনেক কঠিন হতো কোচ হান্সি ফ্লিকের জন্য।


গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা এই দুজনকে দলে টানলেও নিবন্ধন করাতে পারছিল না। লম্বা সময় ধরে চলতে থাকে অনিশ্চয়তা ও টানাপোড়েন। পরে দলের অন্যদের দীর্ঘমেয়াদী চোটে মৌসুমের প্রথমভাগের জন্য তাদেরকে নিবন্ধন করার সুযোগ পায় কাতালান ক্লাবটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও