
ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসা ছবি ভাইরাল
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেদ্র মোদির পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ফেসবুকে ঘুরছে ছবিটি।
ড. ইউনূস ও নরেন্দ্র মোদি দুজনই এখন বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে আছেন।
মূলত প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন।
সেখানেই ছবি দেখা যায় ড. ইউনূস ও মোদির পাশাপাশি বসে থাকা অবস্থায়।
ওই পোস্টে শফিকুল আলম জানিয়েছেন, এগুলো ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি।
প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামিও ড. ইউনূস ও নরেদ্র মোদির পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এসব ছবি প্রচার করে হৃদরোগীদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলবেন না।