
অনেকে বলেন এখনো কাজ করেন কেন, ছেড়ে দেন: দিলারা জামান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ২০:৫৩
স্কুলের মঞ্চ দিয়ে শুরু, তারপর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান, রেডিও এবং টেলিভিশন ও চলচ্চিত্রের বড় পর্দাজুড়ে অভিনেত্রী দিলারা জামানের অভিনয় জীবন চলেছে ছয় দশকের বেশি সময় ধরে। কাজের স্বীকৃতিতে পেয়েছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
৮৩ বছর বয়সেও কাজে নিয়মিত এই অভিনেত্রী জানিয়েছেন তিনি আমৃত্যু অভিনয় করে যেতে চান। তবে ‘বদলে যাওয়া এই সময়ে’ এই বয়সেও কাজ করে চলার জন্য কটাক্ষ শুনতে হয় বলে আক্ষেপ করেছেন এই শিল্পী।
রাজধানীর উত্তরার এক বিকেলে একটি শুটিং হাউজে গ্লিটজের সঙ্গে কথোপকথনে দীর্ঘ ক্যারিয়ারে নানা বিষয়ের সঙ্গে বর্ষীয়ান এই অভিনেত্রী বলেছেন, তিনি মনে করে জীবনের শ্রেষ্ঠ অভিনয়টি এখনো তার করা হয়ে ওঠেনি।