প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন কতদূর?

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ২০:১৭

ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগের জন্য রোডম্যাপ ঘোষণা করেন। এতে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রবর্তন, কলেজিয়াম পদ্ধতিতে বিচারপতি নিয়োগসহ একাধিক সংস্কারের সুপারিশ করা হয়। 


ঘোষণার ছয় মাস পরও বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা হয়নি। তবে বিচারক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চালু ও বিচারকদের বদলি-পদোন্নতির খসড়া নীতিমালা তৈরি হয়েছে।


এদিকে স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য দ্রুত পৃথক সচিবালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রধান বিচারপতি বারবার বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠায় পৃথক সচিবালয়ের গুরুত্ব তুলে ধরেছেন। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও