পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান টানা তৃতীয়বারের মতো ঈদুল ফিতর কারাগারেই কাটালেন। তবে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি থাকা সাবেক এই প্রধানমন্ত্রী এবার কঠোর নিরাপত্তার কারণে ঈদের নামাজ আদায় করতে পারেননি।
সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য দিয়েছে জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ প্রায় ১০০টি মামলায় অভিযুক্ত ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন।
এদিকে সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয় পাকিস্তানে। এদিন কারাগারের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে ইমরান খান সেই নামাজে অংশ নিতে পারেননি।